মাশরুম চাষ সম্প্রসারণ ও খাবার হিসেবে জনপ্রিয় হওয়ায় দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। মাশরুমের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষিত বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ লক্ষ্যে বান্দরবানে মাশরুম চাষ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সদর উপজেলার কুহালং ইউনিয়নের বিক্রিছড়ায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তপন কুমার পাল।