সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় পণ্যের একাধিক চালান জব্দ করেছেন বিজিবি-৪৮ ব্যাটালিয়নের সদস্যরা। গতকাল বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার থেকে গতকাল পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় ১৫ হাজার ৬০০ পিস ভারতীয় সুপারি, ৩২০ প্যাকেট বিড়ি, ৭০ কেজি মেহেদী পাউডার, ৮১ বোতল মদ ও ২ বোতল বিয়ার জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় জব্দ করা হয় ৪ হাজার কেজি রসুন।