চলছে বাস

নওগাঁয় মোটর শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীণ দ্বন্দ্বে টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর আবারো বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

নওগাঁয় মোটর শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীণ দ্বন্দ্বে টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর আবারো বাস চলাচল স্বাভাবিক হয়েছে। প্রশাসনকে পাঁচদিনের সময় বেঁধে দিয়ে শর্তসাপেক্ষে অনির্দিষ্টকালের এ ধর্মঘট প্রত্যাহার করে নেয় পরিবহন শ্রমিকরা। এর আগে সকাল ৬টা থেকে জেলার অভ্যন্তরীণ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে চরম দুর্ভোগের মুখে পড়েন সাধারণ যাত্রীরা।

আরও