মোটরসাইকেল দুর্ঘটনায় চারজনের মৃত্যু

বাংলাদেশে সড়কে মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে মোটরসাইকেল দুর্ঘটনা। এ দুর্ঘটনার প্রবণতা ক্রমেই বাড়ছে।

বাংলাদেশে সড়কে মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে মোটরসাইকেল দুর্ঘটনা। এ দুর্ঘটনার প্রবণতা ক্রমেই বাড়ছে। রোববার রাত ও গতকাল পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন মোটসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দেওগ্রাম সড়কের ভুস্কুর বাজারে মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মিজানুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কাহালু উপজেলা শাখার সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। তিনি নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে।

বগুড়ার নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, সোমবার গতকাল সকাল সাড়ে ৯টায় মিজানুর রহমান মোটরসাইকেলে নন্দীগ্রাম থেকে কাহালু উপজেলায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভুস্কুর বাজারে বিপরীতমুখী শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মিজানুর গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ভটভটি নিয়ে চালক পালিয়ে গেছেন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। পুলিশ ট্রাকের চালক আনোয়ার হোসেনকে (৪০) আটক করেছে। গতকাল বেলা ৩টার দিকে সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শুভ (২২) ও ইমন (২১)। এ দুর্ঘটনায় আরো একজন আহত হন। নিহত শুভ ও ইমন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের মজিববাগ এলাকার বাসিন্দা।

প্রতক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলে তিন যুবক সড়ক দিয়ে যাওয়ার পথে দুটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টাকালে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনজনই পড়ে যান। ওই সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মোটরসাইকেলের তৃতীয় আরোহী আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, ঘাতক ট্রাক ও চালক আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নরসিংদী সদর উপজেলার মাধবদীর পাঁচদোনা মোড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তবে তার অন্য সঙ্গী অক্ষত রয়েছেন। গত রোববার রাত সাড়ে ১০টায় পাঁচদোনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সালাউদ্দিন হক (৩০)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার মো. জহিরুল হকের ছেলে। নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সোয়া ১০টার দিকে মোটরসাইকেলে করে সালাউদ্দিন হকসহ দুজন পাঁচদোনা মোড় অতিক্রম করে মাধবদীর দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মো. সালাউদ্দিন মহাসড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকের চাপায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সালাউদ্দিন। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে সালাউদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, খাগড়াছড়ি ও লালমনিরহাটে তিনজনের মৃত্যু হয়েছে।

আরও