লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক: রাজনীতিকদের প্রতিক্রিয়া

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব —রুহিন হোসেন প্রিন্স

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গতকাল লন্ডনে একটি দীর্ঘ বৈঠক হয়। বিভিন্ন বিষয় নিয়ে একান্তেও কথা বলেন দুই নেতা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গতকাল লন্ডনে একটি দীর্ঘ বৈঠক হয়। বিভিন্ন বিষয় নিয়ে একান্তেও কথা বলেন দুই নেতা। আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা এবং কাঙ্ক্ষিত সংস্কার ও জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচারের অগ্রগতির প্রতিশ্রুতি আসে বৈঠক-পরবর্তী যৌথ বিবৃতিতে। আর এ বৈঠক ও আলোচনা নিয়ে বণিক বার্তার কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা—

আমরা মনে করি গণ-অভ্যুত্থানের সময় যেসব হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে, এর সঙ্গে জড়িতদের বিচারের কাজ দৃশ্যমান করা এবং সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেটি করা সম্ভবও। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা দেখতে চাই। পাশাপাশি এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ইতিবাচক ভূমিকা নিলেই কেবল রাজনৈতিক অচলাবস্থা কাটবে বলে আমি আশা করছি।

—সাধারণ সম্পাদক, সিপিবি

আরও