বাগেরহাটে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস) করার দাবি জানিয়েছেন নার্সিং শিক্ষার্থীরা।

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস) করার দাবি জানিয়েছেন নার্সিং শিক্ষার্থীরা। গতকাল বাগেরহাট সদর হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এ দাবি জানান তারা। সকাল ৯টা থেকে দিনব্যাপী এ কর্মসূচিতে বাগেরহাট নার্সিং ইনস্টিটিউট ও নার্গিস মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউটের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।

আরও