কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি এলজি, সাতটি ককটেল, পাঁচ রাউন্ড অ্যামুনিশন এবং ১২ বোর এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
গতকাল ভোরে উখিয়ার ঘোনারপাড়া এলাকায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন।
র্যাব-১৫ অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন জানান, র্যাবের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব চারজনকে গ্রেফতার করেছে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি আস্তানা থেকে বেশ কয়েকটি বিদেশী পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার চারজনের মধ্যে আরসার বাংলাদেশ শাখার প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান মো. করিম উল্লাহ ওরফে মাস্টার কলিম উল্লাহ এবং আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষী আকিজ অন্যতম।