কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ মে) বিকালে উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহতরা হলো— ওই গ্রামের বাশার মিয়ার ছেলে রেদোয়ান (৫) ও তার ভাই শেখ আহম্মেদের মেয়ে মরিয়ম (৮)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন বলেন, গত মঙ্গলবার শিশু দুটি বাড়ির পাশে খেলছিল। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর বাড়ির পাশের মাটিকাটা গর্তের পানি থেকে তাদের উদ্ধার করে। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও