বাগেরহাটে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল সকালে মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমির হোসেনের পদত্যাগ দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করেন প্রধান শিক্ষক আমির হোসেন দুলা।