পিরোজপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

পিরোজপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম খান (৩১) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। রোববার (১৩ অক্টোবর) রাতে পিরোজপুর শহরের শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া রেজাউল করিম পিরোজপুর সদর উপজেলার কালিকাঠি গ্রামের আমীর আলী খানের ছেলে। র‍্যাব-৮ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জামাল উদ্দিন এবং সহকারী পরিচালক অমিত হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে রেজাউলকে তার বাবার ভাড়া বাসা থেকে আটক করা হয়। পরে তাকে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সোবহান জানান, গ্রেফতারকৃত রেজাউলকে সোমবার (১৪ অক্টোবর) আদালতে পাঠানো হবে।

মামলার এজাহার অনুযায়ী, ২০১২ সালের ৪ এপ্রিল রাতে মাহফিল থেকে ফেরার পথে রেজাউল করিম ও তার সহযোগীরা তার ফুফাতো ভাই ফিরোজ মাঝিকে কুপিয়ে হত্যা করে। ঘটনার মূল কারণ ছিল ফিরোজের বোনকে রেজাউলের সঙ্গে বিয়ে না দেয়া নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব।

পরদিন ফিরোজের মা নাসিমা বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং আরো ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০১৭ সালের ৩১ জুলাই পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ মামলায় রেজাউলসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেন এবং ফিরোজের মা রেকসোনা বেগমসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। তবে রায় ঘোষণার আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে রেজাউল পলাতক ছিল।

অবশেষে র‍্যাবের অভিযানে তাকে গ্রেফতার করা হলো।

আরও