মুন্সিগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি গ্রেফতার ৭

মুন্সিগঞ্জে পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৪৭ লাখ নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মুন্সিগঞ্জে পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৪৭ লাখ নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের একাধিক বিভাগের যৌথ অভিযানে মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ৭ লাখ টাকাসহ ডাকাতিকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘গত ২৩ অক্টোবর পুলিশ পরিচয়ে বাস থামিয়ে সিরাজদিখানে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৪৭ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। এ ঘটনায় ওইদিন রাতেই একটি মামলা করেন ভুক্তভোগী। পরে ১২ দিনের মাথায় তথ্যপ্রযুক্তির সহায়তায় সাতজনকে গ্রেফতার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সবাই ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্রের মামলা রয়েছে।

এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার এবং লুণ্ঠিত বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার সাতজনকে আদালতে পাঠানো হবে।

আরও