বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবানে তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মাত্রা কখনো হালকা আবার কখনো ভারী। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে শুরু হওয়া ভারী বৃষ্টিতে বান্দরবান-থানচি সড়কের ৪৮ কিলোমিটার অংশে পাহাড় ধসে পড়ে। ধসে পড়া পাহাড়ের মাটি সড়কে পরে বন্ধ হয়ে যায় বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ। ফলে সড়কটির ওই অংশের উভয় দিকে আটকা পড়ে বিভিন্ন ধরনের যান।

বান্দরবানে তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মাত্রা কখনো হালকা আবার কখনো ভারী। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে শুরু হওয়া ভারী বৃষ্টিতে বান্দরবান-থানচি সড়কের ৪৮ কিলোমিটার অংশে পাহাড় ধসে পড়ে। ধসে পড়া পাহাড়ের মাটি সড়কে পরে বন্ধ হয়ে যায় বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ। ফলে সড়কটির ওই অংশের উভয় দিকে আটকা পড়ে বিভিন্ন ধরনের যান। 

তবে আজ বিকালের মধ্যে সড়কটির যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবানের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি। 

পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বণিক বার্তাকে বলেন, আজ সকাল পৌনে ৮ টার দিকে খবর পাই, বান্দরবান-থানচি সড়কের নীলগিরির পরে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের থানচি ও বান্দরবান থেকে টিম পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে সড়কে পড়া মাটি অপসারণের কাজ শুরু করে তারা। দ্রুত মাটি অপসারণ করতে সেনাবাহিনীর বুলডোজার ও এক্সক্যাভেটর আসছে। বিকাল নাগাদ সড়ক যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।  

 

আরও