লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক: রাজনীতিকদের প্রতিক্রিয়া

দেশের সিদ্ধান্ত হতে হবে দেশের মাটিতেই —নাসীরুদ্দীন পাটওয়ারী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গতকাল লন্ডনে একটি দীর্ঘ বৈঠক হয়। বিভিন্ন বিষয় নিয়ে একান্তেও কথা বলেন দুই নেতা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গতকাল লন্ডনে একটি দীর্ঘ বৈঠক হয়। বিভিন্ন বিষয় নিয়ে একান্তেও কথা বলেন দুই নেতা। আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা এবং কাঙ্ক্ষিত সংস্কার ও জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচারের অগ্রগতির প্রতিশ্রুতি আসে বৈঠক-পরবর্তী যৌথ বিবৃতিতে। আর এ বৈঠক ও আলোচনা নিয়ে বণিক বার্তার কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা—

বৈঠকে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেনি বরং একটি পুরনো বন্দোবস্তের দিকে ফিরে যাওয়া হয়েছে। নতুন বন্দোবস্তের কোনো আশা আমরা দেখতে পাইনি। দেশের সিদ্ধান্ত দেশের মাটিতেই হবে। তা না হলে বাংলাদেশের জনগণ সে সিদ্ধান্ত মেনে নেবে না। আমরা সরকারকে আহ্বান জানাব, আপনারা দেশের জনগণের সঙ্গে বসুন। গ্রামগঞ্জের মানুষ কী বলে সেভাবে সিদ্ধান্ত নিন। তাদের বেদনা ও আশা-আকাঙ্ক্ষা শুনলে আপনারা জুলাই ঘোষণা ও সংস্কারের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন।

আমরা জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, বিচার ও নির্বাচন কমিশনের পুনর্গঠন না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ার দিকে যাব না। শুরু থেকেই আমরা বলছি, যদি বাংলাদেশের কাঠামোগত বিন্যাস না হয়। শুধু রাজা বা রানী বদল হয়, সে ব্যবস্থায় এনসিপি বিশ্বাস করে না। গণ-অভ্যুত্থানের অগ্নিগর্ভের মধ্যে থেকে রাজনৈতিক দলটির জন্ম। সেজন্য মানুষের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

—মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আরও