অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গতকাল লন্ডনে একটি দীর্ঘ বৈঠক হয়। বিভিন্ন বিষয় নিয়ে একান্তেও কথা বলেন দুই নেতা। আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা এবং কাঙ্ক্ষিত সংস্কার ও জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচারের অগ্রগতির প্রতিশ্রুতি আসে বৈঠক-পরবর্তী যৌথ বিবৃতিতে। আর এ বৈঠক ও আলোচনা নিয়ে বণিক বার্তার কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা—
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাঠামোগত সংস্কার ও ফ্যাসিবাদী শক্তির বিচারের দৃশ্যমান অগ্রগতিই গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তি। উচ্চপর্যায়ের এ সংলাপ রাষ্ট্র সংস্কার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক। পাশাপাশি, দ্রুত ‘জাতীয় সনদ’ প্রণয়নের আহ্বান জানাই।
—সভাপতি, জেএসডি