ইবিতে ১১৬ দিন পর প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আগামী চার বছরের জন্য নতুন প্রো-ভিসি এবং ট্রেজারার নিয়োগ দিয়েছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রো-ভিসি এবং ট্রেজারার পদে নিয়োগ দেয়া হয়েছে। দীর্ঘ ১১৬ দিন শূন্য থাকার পর নতুন এ নিয়োগ হয়।

সোমবার (২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আগামী চার বছরের জন্য নতুন প্রো-ভিসি এবং ট্রেজারার নিয়োগ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান পরিবহন প্রশাসক ও আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদ সংশ্লিষ্ট সব সুবিধা ভোগ করার পাশাপাশি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। একই সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করবেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে প্রো-ভিসি ও ট্রেজারার পদ শূন্য ছিল। ৮ আগস্ট এ পদগুলোয় থাকা আগের দুই ব্যক্তি পদত্যাগপত্র জমা দেন।

আরও