চাঁদপুরে পদ্মা ডিপোতে জ্বালানি তেল আনলোডের প্রস্তুতিকালে সাদিয়া এন্টারপ্রাইজের একটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকালে শহরের ৫ নম্বর কয়লাঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে। আগুনে ট্যাংকারের ছয় কর্মচারী দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও কোস্টগার্ড প্রায় ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধরা হলেন রুবেল (৩৫), গোলাপ (৫০), জিলানী (৩০), মাসুদ (৩০), গিয়াস উদ্দিন (২৯) ও মধু (৫৫)। তাদের মধ্যে গোলাপের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি পাঁচজন চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আকলিমা জাহান বলেন, ‘অগ্নিকাণ্ডে আহত গোলাপ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার শরীরের ৫০-৬০ শতাংশ পুড়ে গেছে। বাকি পাঁচজনের অবস্থার উন্নতি হওয়ায় তাদের চাঁদপুর জেনারেল হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।’
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকারের ইঞ্জিন রুমে জেনারেটর বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আহত মধু মিয়া বলেন, ‘চট্টগ্রাম থেকে শুক্রবার আমরা চাঁদপুর পদ্মা ডিপোতে এসেছি। ট্যাংকারে পেট্রল ও ডিজেল নিয়ে আসা হয়। ইঞ্জিন রুমে গ্যাস জমা হয়ে হঠাৎ জেনারেটর বিস্ফোরণ হয়। আগুন ছড়িয়ে পড়লে আমরা নদীতে ঝাঁপ দিয়েছিলাম।’