নরসিংদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নরসিংদী সদর উপজেলার মাধবদীর পাঁচদোনা মোড়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার অপর সঙ্গী অক্ষত রয়েছেন।

গতকাল রোববার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১ টায় সদর উপজেলার মাধবদীর পাঁচদোনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সালাউদ্দিন হক (৩০)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার মো. জহিরুল হকের ছেলে। নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সোয়া ১০টার দিকে মোটরসাইকেলে করে সালাউদ্দিন হকসহ দুজন পাঁচদোনা মোড় অতিক্রম করে মাধবদীর দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মো. সালাউদ্দিন মহাসড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকটির চাপায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সালাউদ্দিন। তবে তার সঙ্গে থাকা অপরজনের কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে সালাউদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনার খবর পেয়ে নিহত যুবকের পরিবারের সদস্যরা থানায় আসেন। এ ব্যাপারে ইটাখোলা হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

আরও