ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশায় পুরো নৌপথ ঢেকে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়। নিরাপত্তার কথা বিবেচনা করে সকাল সাড়ে ৭টায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কমে গেলে সকাল ১০টায় আবার ফেরি চলাচল শুরু হয়।
তিনি আরো জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ফেরি চলাচল শুরু হলে ১৫টি ফেরির মাধ্যমে আটকে থাকা যানবাহনগুলোকে দ্রুত পারাপার করা হয়।