কুমিল্লায় জামায়াতের কর্মী সম্মেলন শুক্রবার

কুমিল্লায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কুমিল্লা টাউন হল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর টাউন হলে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

তিনি জানান, সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। সম্মেলনে অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, আব্দুল হালিমসহ অন্যরা উপস্থিত থাকবেন।

আরও