জেলে আটক

চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১০ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স।

চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১০ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। তাদের মধ্যে ছয়জনকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং চারজনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। এর আগে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্স অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে।

আরও