কুষ্টিয়া শিশু পরিবারের শিক্ষার্থী নিখোঁজ ছয়দিন পর তদন্ত কমিটি

কুষ্টিয়ায় সরকারি শিশু পরিবার (বালক) থেকে এক শিশু নিখোঁজ হয়েছে। ২ নভেম্বর শহরের চৌড়হাঁস থেকে রাইহান হোসেন ওরফে রিজভী (১২) নামে একটি শিশু হারিয়ে যায়।

কুষ্টিয়ায় সরকারি শিশু পরিবার (বালক) থেকে এক শিশু নিখোঁজ হয়েছে। ২ নভেম্বর শহরের চৌড়হাঁস থেকে রাইহান হোসেন ওরফে রিজভী (১২) নামে একটি শিশু হারিয়ে যায়। সে সপ্তম শ্রেণীতে পড়ে। এরপর ৪ নভেম্বর কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সমাজসেবা কর্তৃপক্ষ। ঘটনার ছয়দিন পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে, এ ঘটনায় পুলিশের হেফাজতে নেয়া দুই কর্মকর্তাকে জেলা সমাজসেবা কর্মকর্তার হেফাজতে ছেড়ে দেয়া হয়েছে। কুষ্টিয়া জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। রাইহানের বাড়ি রাজবাড়ীর পাংশায়।

তিন সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে একই কার্যালয়ের সহকারী পরিচালক মুরাদ হোসেনকে। সদস্যরা হলেন সমাজসেবা জেলা প্রবেশন অফিসার আতাউর রহমান ও সমন্বিত শিশু পুনর্বাসন প্রকল্পের কর্মকর্তা শুভঙ্কর ভট্টাচার্য। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সরকারি শিশু পরিবারের সভাপতি ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ তৎপর।’

আরও