২০ বছর পর গ্রেফতার

পিরোজপুরে ২০ বছর পর সিরাজুল হক ওরফে আব্দুল হক নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পিরোজপুরে ২০ বছর পর সিরাজুল হক ওরফে আব্দুল হক নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে খাগড়াছড়ির গুইমারা থানার হাতিমুড়া থেকে তাকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানা পুলিশ। সিরাজুল হক ২০০৩ সালে তার স্ত্রী নাজমা বেগম ও মেয়ে মিষ্টিকে হত্যা করেন। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় নিয়মিত মামলা হয়। এরপর থেকে সিরাজুল পলাতক ছিলেন বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

আরও