চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা টাস্কফোর্স কমিটি। গতকাল বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীন নিম্নমানের শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন পণ্য ভর্তি ছয়টি গুদাম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।