গাইবান্ধা সদর উপজেলার শাপলামিল এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ৮ বছরের ছেলে রামিমের খবর শুনে তার বাবা জিয়াউর রহমান জিয়া মারা গেছেন।
গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় রামিম গুরুতর আহত হয়। খবর জানতে পেরে একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে তার বাবা জিয়াউর রহমান জিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান।
দুর্ঘটনার পর রামিমকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। যদিও প্রতিবেদনটি লেখা পর্যন্ত শিশুটির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।
গাইবান্ধা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. ময়নুল হক জানান, রামিম শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিল। শাপলামিল এলাকায় রাস্তা পার হবার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে শিশুটি রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জিয়াউর রহমান তার ছেলের দুর্ঘটনার খবর শোনার পর গাইবান্ধা জেনারেল হাসপাতালে গিয়ে ছেলের শারীরিক অবস্থার অবনতি দেখতে পান। চিকিৎসকরা রামিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে রংপুর যাওয়ার জন্য টাকা ও কাপড় নিতে বাড়ি যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
মৃত জিয়াউর রহমান শাপলামিল সংলগ্ন হামিদ স্যানেটারির স্বত্বাধিকারী মরহুম আব্দুল হামিদের বড় ছেলে। দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ময়নুল হক।