বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ১৯৪৭ না হলে ১৯৭১ হতো না, ৯০ না হলে ২০২৪ এর ৫ আগস্ট হতো না। তাই অতীতকে সামনে রেখে এগিয়ে যেতে হবে নতুনভাবে। তবে অতীতকে ভুলে যাওয়া যাবে না। তাহলে অতীতের মতোই অবস্থা হবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমানকে স্মরণ করে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শহীদ জিয়া দেশের স্বাধীনতার জন্য নিজের পরিবার ও ব্যক্তিগত জীবনের চেয়ে দেশের কথা বেশি চিন্তা করেছিলেন। কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে শুধু বসে থাকেননি। তিনি নিজেও যুদ্ধে অংশ নিয়েছিলেন।
তিনি বলেন, আমরা সংখ্যাগুরু ও সংখ্যালঘুও না। আমরা বাংলাদেশী। কাজেই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই। জাতির মধ্যে বিভাজন থাকলে এগুনো সম্ভব না। সবাইকে এক করতে না পারলে এগুনোর সময় কেউ পেছনে পড়বে কেউ সামনে এগিয়ে যাবে।
দেশের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি জনগণের চাহিদা অনুযায়ী পরিবর্তিত হয়। বিএনপির লক্ষ্য হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মানবাধিকার সুরক্ষা করা। তাই দেশের জন্য ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়ে বিএনপি জনগণের কাছে যাচ্ছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক ড. আব্দুল্লাহ আল মামুন।