ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ বক্তব্য দিয়েছেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত ও জাতিসংঘে উপ-স্থায়ী প্রতিনিধি এলেনর স্যান্ডার্স।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব ও ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের যৌথ আয়োজনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের মতো রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গণতন্ত্র ও ন্যায্য সমাজ গঠনে তরুণদের ভূমিকা আরো বাড়াতে হবে।
তিনি আরো বলেন, গণতন্ত্র চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। এটি ভবিষ্যতে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
বিশেষ বক্তা হিসেবে যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স বলেন, মানবাধিকার সবার জন্য সমান। এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে যুক্তরাজ্য সবসময় কাজ করবে।
সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম। এতে ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি ভ্যানেসা বিউমন্ট বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
সেমিনারে অংশগ্রহণের আগে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আঁকা বিভিন্ন গ্রাফিতি পরিদর্শন করেন।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকসহ মানবাধিকার কর্মীরা অংশ নেন।