মাদারীপুরে অজ্ঞাত যুবকের অর্ধগ‌লিত মরদেহ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে অজ্ঞাত (২০) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কাল‌কি‌নি উপ‌জেলার গোপালপুর নামক স্থানের সিএমবি খাল থেকে গলিত এই মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাদারীপুরের কালকিনিতে অজ্ঞাত (২০) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার গোপালপুর নামক স্থানের সিএমবি খাল থেকে গলিত এই মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

কালকিনি থানা অফিসার্স ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার গোপালপুর নামক স্থানের সিএমবি খালে স্থানীয়রা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে কালকিনি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের র্গে পাঠিয়েছে।

 

তিনি আরো জানান, এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্তকরণের কাজ চলমান রয়েছে।

 

আরও