চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রবি মৌসুমে প্রণোদনা পাচ্ছেন ৫ হাজার ২৯০ কৃষক। গতকাল এ কার্যক্রম উদ্বোধন শেষে কৃষকের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম। এবার ৫৭ লাখ ১ হাজার ৯৩৫ টাকার সার ও বীজ দেয়া হবে। এর মধ্যে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর ও মুগ ডালের বীজ রয়েছে। এছাড়া গম ও ভুট্টা উৎপাদনের জন্য সার পাবেন কৃষক।