ঢাবিতে অবস্থান নিয়েছে ছাত্রলীগ, সংঘর্ষ চলছে

কোটা সংস্কার আন্দোলনকারীদের হটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা হলগুলোতে গিয়ে আন্দোলনকারীদের চিহ্নিত করে শাসাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

কোটা সংস্কার আন্দোলনকারীদের হটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা হলগুলোয় গিয়ে আন্দোলনকারীদের শাসাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সামনে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর পুরো ক্যাম্পাসে তা ছড়িয়ে পড়ে। এতে দুই শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন বলে দাবি করেছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়ক আসিফ মাহমুদ।

সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। সেখানেও জরুরি বিভাগের সামনে ছাত্রলীগ হামলা করেছে বলে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের গেটে কোনো পুলিশ নেই। আনসার বাহিনীর নিয়মিত সদস্যরা টহল দিচ্ছেন। পাশেই লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের কর্মীদের দাঁড়িয়ে আছেন।

বিকালে শহীদুল্লাহ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হল আন্দোলনকারীদের দখলে থাকলেও ছাত্রলীগ ঘেরাও করে রেখেছে।

আরও