নারায়ণগঞ্জে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা গ্রুপের পেপার অ্যান্ড পাল্প তৈরির কারখানায় আগুন লেগেছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা গ্রুপের পেপার অ্যান্ড পাল্প তৈরির কারখানায় আগুন লেগেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গতকাল ভোররাতে সোনারগাঁ উপজেলার পিরোজপুরে মেঘনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফ্রেশ টিস্যু কারখানায় আগুন লাগে। ওই সময় কারখানায় রাতের শিফটের কর্মচারী ও শ্রমিকরা কাজ করছিলেন। আগুন লাগার খবর পেয়ে প্রথমে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার কাটিংয়ের কর্মীরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের মাত্রা বাড়লে ঢাকা ও নারায়ণগঞ্জের ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। দুপুর পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণণে এলেও সন্ধ্যা পর্যন্ত ভবনের বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা যায়।

অগ্নিকাণ্ডের ফলে কারখানা ভবনটি একদিকে হেলে পড়ে এবং ওপরের দুটি তলার মেঝে ধসে পড়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ভেতরে ঢুকে অগ্নিনির্বাপণের কাজ করা ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় বাইরে থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (নারায়ণগঞ্জ-২) উপসহকারী পরিচালক আব্দুল মন্নান বলেন, ‘ভেতরে টিস্যু, কাগজ, টিস্যু তৈরির দাহ্য কাঁচামাল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। একদিকে নেভানো হলে অন্যদিক দিয়ে জ্বলে ওঠে। পুরোপুরি না নেভানো পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।’

বেলা ১১টায় মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তাফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো কথা বলেননি তিনি। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক সালেউদ্দিন আহমেদ জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে।

আরও