মশাল মিছিল

নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের টানা কর্মসূচির অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় শহরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘১৫ নভেম্বরের মধ্যে যদি দাবি মেনে না নেয়, তাহলে ১৭ নভেম্বর অর্ধদিবস সর্বাত্মক হরতাল পালন করা হবে।’

আরও