নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরের রূপালী এলাকায় মো. সোহান (১৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টায় হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি তরিকুল ইসলাম। নিহত সোহান বন্দরের সালেনগর এলাকার আব্দুল সালামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সাড়ে ৯টার দিকে একদল সন্ত্রাসী মো. সোহানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তবুও হত্যার কারণ খুঁজতে ও খুনিদের গ্রেফতারের জন্য আমরা মাঠে আছি। বিষয়টি আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

আরও