দুদকের সাত উপপরিচালককে বদলি

বুধবার (৫ ফেব্রুয়ারি) পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে তাদেরকে বদলি করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাত উপপরিচালককে বদলি করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে তাদেরকে বদলি করা হয়।

দুদকের অফিস আদেশে বলা হয়, প্রধান কার্যালয় থেকে উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানকে কক্সবাজারে বদলি করা হয়েছে। সুবেল আহমেদকে কক্সবাজার থেকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে। মো. নাজমুচ্ছায়াদাতকে সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ থেকে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১। সৈয়দ নজরুল ইসলামকে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ থেকে নওগাঁতে। মো. মাহফুজ ইকবালকে নওগাঁ থেকে প্রধান কার্যালয়ে মানি লন্ডারিং অনুবিভাগে। মো. সালাহ উদ্দিনকে প্রধান কার্যালয় থেকে সমন্বিত জেলা কার্যালয় যশোরে। মো. আল আমিনকে সমন্বিত জেলা কার্যালয় যশোর থেকে ঢাকায় দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলে। এছাড়া সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনকে সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার থেকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়।

আরও