শপথ ভাঙার অভিযোগে উপদেষ্টা আসিফের পদত্যাগ চাইলেন ইশরাক

‘অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য’ গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

‘অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য’ গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘সজীব ভুঁইয়া শপথ ভঙ্গ করেছেন। এজন্য তার পদত্যাগের দাবি জানাই।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে গতকাল এ কথা বলেন ইশরাক হোসেন।

শপথের মাধ্যমে দায়িত্ব বুঝে না পেলেও গতকাল নগর ভবনের একটি মিলনায়তনে সংস্থাটির প্রায় ৭০টি ওয়ার্ডের সচিবদের নিয়ে বৈঠক করেন ইশরাক হোসেন। এর আগে গত সোমবার ৭০ জনের বেশি পরিচ্ছন্নতা পরিদর্শককে নিয়ে বৈঠক করেছিলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ। সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। কাজেই জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার কাছ থেকে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। কারণ এত অত্যাচার-নির্যাতন সহ্য করেও যেসব জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত হননি, তাদের তিনি বিভ্রান্ত করতে পারবেন না।’

ইশরাক হোসেন জানান, নির্বাচনী ট্রাইব্যুনাল আগের গেজেট বাতিল করে তাকে ডিএসসিসির মেয়র হিসেবে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন ১০ দিনের মধ্যে ২৭ এপ্রিল সংশোধিত গেজেট প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছে। এ সংশোধিত গেজেট পেয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন ছাড়া স্থানীয় সরকার বিভাগের কিছুই করণীয় নেই বলে মনে করেন ইশরাক। তিনি অভিযোগ করেন, ‘ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করবে কিনা, নির্বাচনী ট্রাইব্যুনালে আরজি সংশোধনের সুযোগ নেই ইত্যাদি বিষয়ে প্রশ্ন তুলে শপথ অনুষ্ঠানের আয়োজনে দেরি করা হচ্ছে।’

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিলেন, ‘শপথ গ্রহণের বিষয়টি বিবেচনাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ পড়ানো যায়নি।’ উপদেষ্টার এ বক্তব্য উল্লেখ করে ইশরাক বলেন, ‘এ কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি আর শপথ পড়ার সুযোগ পাবেন না।’

আরও