দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে সোনারাম মুর্মু (১৬) নামে এক আদিবাসী কিশোর আত্মহত্যা করেছে। গতকাল সকালে উপজেলার কুশদহ ইউনিয়নের গাড়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। সোনারাম ওই গ্রামের মণ্ডল মুর্মুর ছেলে। আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।