কিশোরের আত্মহত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে সোনারাম মুর্মু (১৬) নামে এক আদিবাসী কিশোর আত্মহত্যা করেছে।

দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে সোনারাম মুর্মু (১৬) নামে এক আদিবাসী কিশোর আত্মহত্যা করেছে। গতকাল সকালে উপজেলার কুশদহ ইউনিয়নের গাড়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। সোনারাম ওই গ্রামের মণ্ডল মুর্মুর ছেলে। আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও