কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়া পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর মেইলে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার জানান।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়া পদত্যাগ করেছেন।

সোমবার (১২ আগস্ট) দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর মেইলে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার জানান।

মনোজ কুমার বলেন, অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার পদত্যাগের ক্ষেত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেন।

তিনি তার পদত্যাগপত্রে বলেন পরবর্তী উপাচার্য নিয়োগ হওয়ার আগ পর্যন্ত কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

অপরদিকে উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়া পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ।

এর আগে রোববার (১১ আগস্ট) বিকালে কোটা আন্দোলনবিরোধী বিভিন্ন কার্যকলাপসহ তাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাদের পদত্যাগসহ চার দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

অপরদিকে ওইদিন দুপুরে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা ক্যাম্পাসে র‌্যালি ও প্রতিবাদ সভার আয়োজন করে। দিনভর আন্দোলনে এদিন উত্তাল ছিল কুয়েট।

আরও