চাঁদপুরে পোশাকের শোরুমে আগুন

চাঁদপুর শহরের কালীবাড়ি শপথ চত্বর মোড়ে অবস্থিত এন্ড স্টুডিও এবং রিচম্যান নামে দুটি পোশাকের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রেলওয়ে বাইতুল আমিন মসজিদের পাশে ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার ভেতর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে শোরুমের সিঁড়ি ও কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ আলম জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। শোরুম খোলার আগেই এ দুর্ঘটনা ঘটায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় রেলওয়ে বাইতুল আমিন মসজিদসহ আশপাশের স্থাপনা অক্ষত রয়েছে।

আরও