রাজধানীর পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৪ তলা ভবনটির ২য় তলায় একটি ল চেম্বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আজ সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট। এরপর আরো ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়।
আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। হতাহতের কোনো খবরও এ পর্যন্ত পাওয়া যায়নি।