জরিমানা

মা-ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিন থেকেই চাঁদপুরে জেলা প্রশাসন ও টাস্কফোর্স কমিটি অভিযান পরিচালনা করেছে।

মা-ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিন থেকেই চাঁদপুরে জেলা প্রশাসন ও টাস্কফোর্স কমিটি অভিযান পরিচালনা করেছে। গতকাল ফরিদগঞ্জ বাজারে ইলিশ বিক্রির অপরাধে তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এআরএম জাহিদ হাসান এ জরিমানা করেন। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময়ে তারা পুনরায় ইলিশ বিক্রি করলে কারাদণ্ড দেয়ার শর্তে মুচলেকা নেয়া হয়।

আরও