চট্টগ্রামের মিরসরাইয়ে শিল্প ও বাণিজ্য মেলায় বিএনপি-যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম মো. মুন্না (২২)। সংঘর্ষে আহত হয়েছেন আরো দশজন। পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত মিরসরাই পৌরসভায় মেলার বিভিন্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মুন্না মিরসরাই পৌরসভার উত্তর গোভানিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহতদের ভাষ্য অনুযায়ী, মেলা এলাকার আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ বিরোধে ১৫-২০ জনের একটি গ্রুপ হামলা চালায়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মুন্নাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ভগ্নিপতি আরাফাত হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। এতে বিএনপি-যুবদলের চার নেতার নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।