সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার চান পর্যটন ব্যবসায়ীরা

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা ও রাতযাপন সীমিতকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা ও রাতযাপন সীমিতকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। গতকাল কক্সবাজার প্রেস ক্লাবে সেন্ট মার্টিনস দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোটের সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সেন্ট মার্টিনস দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোটের চেয়ারম্যান শিবলুল আজম কোরেশি বলেন, ‘সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ আরোপের কারণে কয়েক হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জীবন ও জীবিকা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। আর্থিক বিপর্যয় দেখা দিয়েছে। পর্যটন উদ্যোক্তাদের পথে বসার উপক্রম হয়েছে। হোটেল-রিসোর্ট মালিকদের বিনিয়োগ হুমকির মুখে পড়েছে। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। কিন্তু সরকার তার সিদ্ধান্তে অটল। সরকার সব জনগুরুত্ব বিবেচনা করে সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে।’

জোটের সদস্য এমএ রহিম জিহাদী বলেন, ‘যেখানে বিভিন্ন পেশাকে শিল্প হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সারা বিশ্ব, সেখানে নীতিনির্ধারণী পর্যায় থেকে সরাসরি পর্যটনকে শিল্প মনে না করা দুরভিসন্ধিমূলক।’

আরও