বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে প্রতি বছর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আয়োজন করে লিডারশীপ এক্সচেঞ্জ পোগ্রাম, যা ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশীপ প্রোগ্রাম (আইভিএলপি) নামে পরিচিত। এ বছর বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকরাম হুসাইন। ছাত্র অধিকার পরিষদের দায়িত্বে থাকাকালে আকরাম হুসাইন এ পোগ্রামে যাওয়ার জন্য স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক নির্বাচিত হন। মূলত ক্যাম্পাসে ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আকরাম হুসাইনকে নির্বাচিত করা হয়।
আকরাম হুসাইন ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন, পরবর্তীতে নিজে একটি আইটি প্রতিষ্ঠান গড়ে তুলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লিয়াজোঁ কমিটির সদস্য হিসেবে, বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সদস্যও তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যয়নরত তিনি। এছাড়া তিনি রমজানে ধানমন্ডি ঈদগাহ মসজিদে তারাবি নামাজের ইমামতি করেন। বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে আকরাম ‘সমাজচিন্তা’ নামে একটি পত্রিকার সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন।
বৈশ্বিক পরিসরে বাংলাদেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গ্লোবাল লিডারদের কাছে তুলে ধরবেন বলে জানান আকরাম হুসাইন। লিডারশীপ প্রোগ্রামে জুলাই অভ্যুত্থানে নিহতদের গল্প তুলে ধরবেন এবং বাংলাদেশকে আরো এগিয়ে নিতে গ্লোবাল লিডারদের সহযোগিতা চাইবেন বলে তিনি জানান।