পিরোজপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

পিরোজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

পিরোজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার হুলারহাটের নিমতলায় এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানার ওসি মো. সোবহান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আঁখি আক্তার (৩৪) কাউখালী উপজেলার চিরাপাড়ার ইমরান হাওলাদারের স্ত্রী। আহতরা হলেন ফোরকান হাওলাদার (৬০), রেশমা বেগম (৩০), ইমরান (২৪) ও জহুরা (৬৫)। আহতরা সবাই কাউখালী উপজেলার চিরাপাড়ার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাদ পরিবহনের একটি বাস বরিশাল থেকে পিরোজপুরে যাচ্ছিল। আর অটোরিকশাটি পিরোজপুর থেকে কাউখালী যাচ্ছিল। নিমতলায় অটোরিকশাটি আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে বাসের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের বরিশাল মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে আঁখি আক্তার মারা যান।

আরও