কক্সবাজারের টেকনাফের ইয়াবা সম্রাট ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ম্যানেজার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি জাফর আহমেদকে গ্রেফতার করেছে র্যাব। আটক জাফর টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান।
শুক্রবার ( ১ নভেম্বর) সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২০২১ সালে দুর্নীতির অভিযোগে কারাগারে যেতে হয় সাবেক এ উপজেলা চেয়ারম্যানকে। চলতি বছরের মে মাসে টেকনাফের উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জাফর আহমদ। তিনি এর আগেও একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।