দিনাজপুরের হিলিতে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে চলতি আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযান গতকাল উদ্বোধন করা হয়েছে। হিলি এলএসডি খাদ্যগুদাম চত্বরে হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা ও সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন এর উদ্বোধন করেন। বাবুল হোসেন নামের একজন কৃষকের কাছ থেকে এক টন ধান কেনার মাধ্যমে এ অভিযান শুরু করেন তারা। অভিযান চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।