খাঁটিহাতা হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মহাসড়কে চাঁদাবাজি ও দুর্ঘটনা রোধকল্পে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

মহাসড়কে চাঁদাবাজি ও দুর্ঘটনা রোধকল্পে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুট্টাপাড়ায় খাঁটিহাতা হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মো. খাইরুল আলম। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, স্থানীয় রাজনৈতিক নেতারাসহ অন্যরা।

আরও