বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল প্রবাসীর

আজ রোববার (১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে ইউনুস খান (২৬) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ইউনুস খান রায়েন্দা গ্রামের সায়েদ খানের ছেলে। তিনি কিছুদিন আগে বিদেশ থেকে বাড়ি ফিরেছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে বলেশ্বর নদীতে গোসল করতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি দ্রুত গোসল শেষ করে উঠে আসার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ইউনুস খানের বাবা ছায়েদ খান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আরও