ফরিদপুরে পুলিশ কর্মকর্তার সম্পত্তি ক্রোক

ফরিদপুরে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীন কুমকুমের প্রায় সাড়ে ৭ কোটি টাকার ছয়তলা বাড়ি ও ঢাকার একটি ফ্ল্যাট ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ফরিদপুরে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীন কুমকুমের প্রায় সাড়ে ৭ কোটি টাকার ছয়তলা বাড়ি ও ঢাকার একটি ফ্ল্যাট ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৬ অক্টোবর এ দম্পতির নামে থাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি ক্রোকের আবেদন করেন দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ইমরান আকন। ওইদিনই তা মঞ্জুর করেন ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার। গতকাল বিষয়টি গণমাধ্যমকে জানায় দুদক।

দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন জানান, তুহিন লস্করের নামে ঢাকার মিরপুরে ১ কোটি ২৮ লাখ টাকার একটি আধুনিক ফ্ল্যাট রয়েছে। এছাড়া তার স্ত্রী কুমকুমের নামে গোপালগঞ্জে ৬ কোটি টাকা মূল্যের আধুনিক ছয়তলা একটি বাড়ি রয়েছে; যা আয়করবহির্ভূত। এ নিয়ে এ দম্পতির প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পত্তি ক্রোক করা হয়েছে। এর আগে ৭ আগস্ট এ দম্পতির প্রায় ৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ক্রোক করা হয়।

আরও