শিক্ষার্থী তাওহীদ হত্যা

মাদারীপুরে সাবেক তিন এমপিসহ ৯২ জনের বিরুদ্ধে মামলা

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাওহীদ সন্নামাত নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য...

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাওহীদ সন্নামাত নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, চিফ হুইপ নুরে আলম চৌধুরী ও আব্দুস সোবাহান গোলাপসহ ৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর জেলার পুলিশ সুপার শফিউর রহমান। রোববার রাতে মামলাটি গ্রহণ করা হয়। জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, ‘‌কামরুল হাসান নামে এক ব্যক্তি মামলাটি দিলে রোববার রাতে গ্রহণ করা হয়। এতে ৯২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৭০০ জনের মতো আসামি রয়েছে।’

আরও