নারায়ণগঞ্জে জনবসতিপূর্ণ স্থানে ডাম্পিং জোন প্রতিবাদে বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষ্মণখোলা কবরস্থান ও মাদ্রাসাসংলগ্ন এলাকায় ডাম্পিং জোন স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষ্মণখোলা কবরস্থান ও মাদ্রাসাসংলগ্ন এলাকায় ডাম্পিং জোন স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সিটি করপোরেশনের জনবসিতপূর্ণ এলাকায় ডাম্পিং জোন নির্মাণ বন্ধ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকাল জুমার নামাজের পর লক্ষ্মণখোলা কড়ইতলায় এ কর্মসূচি পালন করা হয়।

এলাকাবাসীর দাবি, ডাম্পিং জোন নির্মাণ হলে দুর্গন্ধ ছড়াবে, পরিবেশ নষ্ট হবে এবং মানুষের ভোগান্তি বাড়বে। সাবেক মেয়র সবার মতামত উপেক্ষা করে ঘনবসতিপূর্ণ এলাকায় ডাম্পিং জোন করার জন্য নির্ধারণ করেন।

উত্তর লক্ষ্মণখোলা কবরস্থান কমিটির সভাপতি হাবিবুর রহমান জানান, লক্ষ্মণখোলায় কয়েক লাখ মানুষের বসবাস। ২৫ নম্বর ওয়ার্ডের কবরস্থান হচ্ছে উত্তর লক্ষ্মণখোলা। অথচ এখানে ডাম্পিং জোন করা হচ্ছে।

আরও